ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে কৃষককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
যশোরে কৃষককে কুপিয়ে হত্যা

যশোর: যশোরের চৌগাছায় পিকুল হোসেন (৩০) নামে  এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ কয়েরপাড়া গ্রামের মাঠের ধান ক্ষেত থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পিকুল  দক্ষিণ কয়েরপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।  

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলানিউজকে বলেন, রোববার সকালে  নিহত পিকুল জমির ধান কাটতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে তারা বাড়ির পাশের মাঠের ধান ক্ষেতের মধ্যে তার মৃতদেহ দেখতে পায়।  

তিনি জানান, এরপর স্থানীয়রা খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

তিনি আরও বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
ইউজি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।