ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

একদিনে ২ পয়েন্ট কমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
একদিনে ২ পয়েন্ট কমেছে তেঁতুলিয়ার তাপমাত্রা বাংলানিউজ ফাইল ছবি

পঞ্চগড়: গত ৭ দিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ ডিগ্রি থেকে ১২ ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় শীত বেড়েই চলেছে।

তাপমাত্রা কমে এলেও দিন দিন কিছুটা আকাশ পরিষ্কার হওয়ায় রোববার থেকে সোমবার (৮, ৯ নভেম্বর) উত্তরের আকাশে খালি চোখে মাঝে মধ্যে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার।

আবহাওয়া কার্যালয় বলছে, গত এক দিনের তুলনায় ১৩ ডিগ্রি থেকে ২ পয়েন্ট কমে ১২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

গত তিন দিনের তুলনায় হুট করে তাপমাত্রা কমে যাওয়ায় সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার (৮ নভেম্বর) ১৩ ডিগ্রি এবং শনিবার (৭ নভেম্বর) ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

** দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
** সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।