ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে সাবেক স্বামীর ছোড়া এসিডে দগ্ধ নারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
মিরপুরে সাবেক স্বামীর ছোড়া এসিডে দগ্ধ নারী

ঢাকা: রাজধানীর মিরপুর টেকনিক্যাল এলাকায় সাবেক স্বামীর ছোড়া এসিডে রহিমা বেগম (৪৫) নামে এক নারী দগ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ রহিমার ছোট বোন জামাই মিরাজ হোসেন জানান, রহিমা কল্যাণপুর নতুন বাজার এলাকায় থাকেন। তার কোনো সন্তান নেই। গত তিন মাস আগে স্বামী আব্দুল আলীর সঙ্গে রহিমার ডিভোর্স দিয়েছেন। তাদের দু’জনেরই এটি বিয়ে ছিল। রহিমা টেকনিক্যাল এলাকার বারডেম হাসপাতালে আয়ার কাজ করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

তিনি জানান, নাইট ডিউটি শেষে সকালে রহিমা হাসপাতাল থেকে বেড়িয়ে রাস্তায় গাড়ির জন্য দিয়েছে ছিলেন। এ সময় তার সাবেক স্বামী আলী তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। পরে খবর পেয়ে তাকে উদ্ধার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলানিউজকে জানান, রহিমার মুখমণ্ডলসহ শরীরে ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।