ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গাঁজা গাছসহ আটকের পর কারাগারে ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
বগুড়ায় গাঁজা গাছসহ আটকের পর কারাগারে ১

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গাঁজার ১০ ও ৭ ফুট উচ্চতার দু’টি গাছসহ ফেরদৌস আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে আটক ফেরদৌস আলমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

ফেরদৌস আলম নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৮ নভেম্বর) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর গ্রামে অভিযান চালিয়ে ফেরদৌস আলমের বাড়ির ভিতর থেকে ১০ ও ৭ ফুট লম্বা ২টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে আটক হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর সোমবার বিকেলে আটক ফেরদৌস আলমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।