ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবককে নির্যাতনের অভিযোগে ৬ বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
যুবককে নির্যাতনের অভিযোগে ৬ বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে আব্দুর রউফ আবু নামে এক যুবককে নির্যাতনের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।

আসামীরা হলেন, বিজিবির নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম, গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েব মো. মামুন, সিপাহী সালাউদ্দিন, আব্দুল হাই, নাজমুল হোসেন ও সিকিউরিটি এরশাদ মিয়া। অভিযোগকারী আব্দুর রউফ আবু চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সোমবার (৯ নভেম্বর) রাতে হবিগঞ্জ সিআইডি’র এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, সম্প্রতি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আব্দুর রউফের মা। এর তদন্ত করছেন সিআইডি’র কর্মকর্তা মেহেরুন নেছা। মামলায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে একজন কলেজ ছাত্রীকে উত্যক্তের অভিযোগও আনা হয়েছে।

গত ২২ অক্টোবর ভোরে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পরিত্যক্ত বাল্লা রেল স্টেশন থেকে মাদক বহনের অভিযোগে আব্দুর রউফকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওইদিন বিকেল পাঁচটায় ৯৫০ গ্রাম গাঁজাসহ তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।

বিজিবি জানায়, রউফ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাছের সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন। পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে রউফ বিজিবি’র হাতে আটক হয়েছেন খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা বলেন, রউফ মাদকের সাথে জড়িত না। প্রয়োজনীয় কাজে রাতে বাড়ি থেকে বের হলে বিজিবি তাকে ধরে নির্যাতন করেছে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে।

সেদিন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী বাংলানিউজকে জানিয়েছিলেন, সীমান্তের আট কিলোমিটারের বাইরে কাউকে আটকের এখতিয়ার বিজিবি’র নেই। সেজন্য মাদক ব্যবসায়ীরা আট কিলোমিটারের অভ্যন্তরে আসে না। সেখানে কিছু লোককে মাদক বহনকারী হিসেবে ব্যবহার করে। আটক আব্দুর রউফও একজন মাদক বহনকারী।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।