ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবক খুন, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে যুবক খুন, আহত ১৩ প্রতীকী

নড়াইল: নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রানা ফকির (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৩ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের মূলখানা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত রানা ওই গ্রামের ফায়েক ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের সবর ফকির ও মান্নান শিকদার পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে সবরের পক্ষের নবম শ্রেণির এক ছাত্র স্কুলে যাওয়ার পথে মান্নানের পক্ষের কয়েকজন তরুণ তাকে বাধা দেয়। এনিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রানা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। নিহত রানা সবরের পক্ষের লোক।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।