ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গ্রামীণ ব্যাংক চট্টগ্রামের জোবরা শাখা পরিদর্শন করেছেন ৷ 

শুক্রবার (১১ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং রাষ্ট্রদূতের স্ত্রী লি ইউ চট্টগ্রামের গ্রামীণ ব্যাংক জোবরা শাখা, জোবরা জাদুঘর পরিদর্শন ও স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত ইয়াও ও লি গ্রামীণ ব্যাংকের উন্নয়নের ইতিহাস সম্পর্কে বিশদ ধারণা লাভ করেন।  বাংলাদেশের সাধারণ মানুষের মঙ্গলে গ্রামীণ ব্যাংকের অবদানের প্রশংসা করেন।  

এ সময় তারা গ্রামবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা,  অক্টোবর ১১,  ২০২৪
টি আর/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।