ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় দেড় কোটি টাকার চন্দনকাঠ জব্দ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
শার্শায় দেড় কোটি টাকার চন্দনকাঠ জব্দ চন্দনকাঠবোঝাই কাভার্ড ভ্যান

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নাভারন থেকে প্রায় এক কোটি ৫৬ লাখ টাকার চন্দনকাঠসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ চালানটি জব্দ হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি সীমান্ত এলাকা থেকে জরুরি ওষুধ সরবরাহ লেখা একটি ছোট কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য নিয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ে গাড়িটিকে গতিরোধ করলে চালক কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যান। এ সময় কাভার্ড ভ্যানটির মধ্য থেকে ২৬ মণ চন্দনকাঠ জব্দ করা হয়। জব্দকৃত চন্দনকাঠের মূল্য প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।