ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাতুয়াইলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
মাতুয়াইলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মরিয়ম বেগম লক্ষীপুর সদর উপজেলার কাভার্ডভ্যান চালক নুর ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তান নিয়ে মাতুয়াইলের মেডিক্যাল সংলগ্ন মুসলিমনগরে থাকেন।

মরিয়ম বেগমকে হাসপাতালে নিয়ে আসা মেয়ে জান্নাত আক্তার বাংলানিউজকে জানান, সকালে মাকে নিয়ে শনিরআখড়া একটি কসমেটিকসের দোকানে যাচ্ছিলেন। পথে মাতুয়াইল মেডিক্যালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তার মাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে মেঘালয় পরিবহনের একটি বাস ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই চালকসহ বাসটি জব্দ করা হয়েছে। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।