ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্ত্রসহ শিবিরের ৭ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
বগুড়ায় অস্ত্রসহ শিবিরের ৭ নেতাকর্মী আটক

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় নাশকতার পরিকল্পনাকালে একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার গোঁড়তা এলাকার মো. সোলায়মান আলীর ছেলে শিবিরের সদস্য শাহীন আলম (২৪), সদর উপজেলার বানদিঘী হাফুনিয়াপাড়া এলাকার মৃত আব্দুল্লাহ মামুনের ছেলে ছাত্র শিবিরের সাথী আসাদুল আল গালিফ (২৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়াপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে শহরের মালতিনগর উপশাখার সভাপতি শিবির নেতা মেহেদী হাসান (২৮), সদর উপজেলার ডাকুর চক জুম্মাপাড়া এলাকার মৃত ওমর ফারুকের ছেলে শিবিরের সাথী জিয়া আলম (২৪), জয়পুরহাট জেলার  সদরের চক দারদা উপরচক এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে শিবির কর্মী গোলাম মোর্তুজা (২৭), সদর উপজেলার পশ্চিমপাটিতাপাড়া এলাকার নাজিবুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৫), নীলফামারী জেলার  ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া এলাকার মো. আফছার উদ্দিনের ছেলে শহরের মালতিনগর উপশাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৭)।

পুলিশ জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পুলিশের কাছে সংবাদ আসে মালতিনগর শ্মশানঘাট এলাকায় তোতা মিয়ার বাড়িতে ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে। এ সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৭ জনকে পুলিশ আটক করে। পরে ছাত্রাবাস তল্লাশি করে বিপুল সংখ্যক জিহাদি বই, ল্যাপটপ, কম্পিউটার, লাঠি ও লাঠির মাথায় কেরোসিন তেল মিশানো কিছু লাঠি, ২টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে জানান, আটক হওয়া সাতজন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করতে একত্রিত হয়েছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।