ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প হাতে নিলে কার্যকর হয় না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
‘সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প হাতে নিলে কার্যকর হয় না’ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন মেয়র তাপস, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সম্ভাব্যতা যাচাই না করে যেখানে সেখানে প্রকল্প হাতে নিলে, তা বাস্তবায়িত এবং কার্যকর হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।  

বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমি মনে করেছি, ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করে যথার্থতা যাচাই করে দেখা প্রয়োজন। কারণ অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছিল, যেগুলোর কোনো সম্ভাব্যতা যাচাই করা হয়নি। সম্ভাব্যতা যাচাই না করে যেখানে সেখানে যে প্রকল্পগুলো নেওয়া হয়, আমরা পরে দেখি, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এবং কার্যকর হয় না। এজন্য সকাল থেকে আমি সরেজমিন এগুলো পরিদর্শন করছি। ’ 

জরুরি ভিত্তিতে হাইকোর্টের সামনে, মৎস্য ভবনের পাশে এবং জজকোর্টের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ করার নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘বাকিগুলোর নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। এগুলোর দীর্ঘসূত্রিতা হয়েছে। দীর্ঘদিন ধরে অনেকগুলো প্রকল্পের কোনো কাজ হয়নি। আপনারা লক্ষ্য করেছেন, ঢাকা মেডিক্যাল কলেজের সামনের ব্রিজটির কাজ এখনো শুরু হয়নি। এছাড়া দু’টি ফুটওভার ব্রিজে আমরা দেখেছি, যেগুলোতে লিফট সংযোজন করা হয়েছে। এগুলোরও সম্ভাব্যতা যাচাই করে দেখার প্রয়োজন ছিল। লিফট মানুষ কতটুকু ব্যবহার করবে এবং বাস্তবিক ক্ষেত্রে কার্যকর হবে কিনা, তার সম্ভাব্যতা যাচাই না করে হুট করে এগুলো করাটা ঠিক হয়নি। আমরা এগুলো খতিয়ে দেখছি, যেন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট না হয় এবং জনগণ এর সুফল পায়। ’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র তাপস বলেন, ‘আমরা লক্ষ্য করছি, এখনো এডিস মশার প্রকোপ রয়ে গেছে। যদিও সেপ্টেম্বর মাস পর্যন্ত এডিস মশার উপদ্রব থাকে। কিন্তু নভেম্বর মাসেও এ মশার উপদ্রব রয়ে গেছে। এজন্য আমরা ভ্রাম্যমাণ আদালত আরো বেশি করে অভিযান পরিচালনা করেছি। আমরা ঢাকাবাসীকে অনুরোধ করব, তারা যেন জমে থাকা পানির বিষয়টির দিকে নজর দেন। তা না হলে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা করতে বাধ্য হবো। ’

এর আগে ডিএসসিসি মেয়র নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হলি ফ্যামিলি হাসপাতাল, মৎস্য ভবন, শাখারী বাজার, নয়াবাজার, ঢাকা ডেমরা রোডের টোল প্লাজা এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট  সংলগ্ন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরকেআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।