ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙারির দোকানে মিললো মর্টারশেল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
ভাঙারির দোকানে মিললো মর্টারশেল!

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাঙাড়ির দোকান থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল জব্দ করেছে পুলিশ।  

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের নারায়ণপুর এলাকা থেকে মর্টারশেলটি জব্দ করা হয়।

ভাঙারি দোকান মালিক আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের এক শ্রমিক মর্টারশেলটি বিক্রি করেছেন। দোকানের কর্মচারিরা লোহা মনে মর্টারশেলটি কিনে রাখে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বাংলানিউজকে জানান, মর্টারশেলটির ওজন প্রায় ৩৫ কেজি। ‘তমা কন্সট্রাকশন’ আখাউড়ায় রেলপথের কাজ করছে। ওই কন্সট্রাকশন কোম্পানির শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পেয়েছেন বলে জানতে পেরেছি। আমরা মর্টারশেলটি জব্দ করেছি। কুমিল্লা সেনানিবাসে খবর পাঠানো হয়েছে। সেনা সদস্যরা এসে পরবর্তী পদক্ষেপ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।