সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কমলা খাতুন দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।
নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা খাতুনকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। পারিবারিক বিরোধের জেরে কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে তিনি নামাজ পড়তে উঠেন। এসময় তিনি কমলার ঘরের দরজা খোলা দেখেন। পরে তাকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অল্পদূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কমলার গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহের পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাঁ পড়েছিল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, কমলা খাতুনকে হত্যার রহস্য উদ্ঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া কমলা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এসএম