ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদু‍ৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃ্ত্যু

সিনিয়র করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
রাজধানীতে বিদু‍ৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃ্ত্যু

ঢাকা: রাজধানীর কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকায় বিদু‍ৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হাসান (৩৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।  

জিয়াউল হাসান পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার এমএ মান্নান মিয়ার ছেলে।

দক্ষিণ ধনিয়ায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে নিজেদের বাসার নিচ তলায় থাকতেন এবং স্থানীয় একটি কোচিংয়ে শিক্ষকতা করতেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত জিয়াউলের বড় ভাই এমএ মামুন জানান, এলাকায়ই কোচিং করান জিয়াউল। দুপুরে রুমে একাই ছিলেন। বাসায় বিদ্যুতের লাইনের মেরামত চলছিলো। দুপুর ১টার দিকে তার স্ত্রী রুমে গিয়ে দেখেন জিয়াউল অচেতন হয়ে বিদ্যুতের তারের উপর পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।