ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া পুলিশ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া পুলিশ সদস্য আটক ভুয়া পুলিশ সদস্য আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে রহমতউল্লাহ (৩৬) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।  

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসরোড এলাকায় চাঁদাবাজি করার সময় তাকে আটক করা হয়।

 

রহমতউল্লাহ ঝালকাঠি জেলার সদর থানার ডাক্তারপট্টি এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকার তৈয়বুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন।

জানা যায়, আটক রহমতউল্লাহ ছিন্নমূল শিশুদের লেখাপড়া পরিচালনা করার দায়িত্বে আছেন। তিনি ওই স্কুলের সাহায্যের নামে পুলিশ পরিচয়ে নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের কাছে চাঁদা দাবি করেন। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এ সময় পুলিশ তার কাছ থেকে একটি ওয়াকিটকি এবং তার মোবাইল ফোনে ডিএমপি ও জেলা পুলিশের পোশাক পড়া কয়েকটি ছবি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রহমতউল্লাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।