ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত 

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫২ বছর। তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান জানান, সন্ধ্যায় ধীরাশ্রম এলাকায় রেললাইন পারাপার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় তারাকান্দিগামী যমুনা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তিনি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।