ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জার্মান প্রেসিডেন্টের কাছে মোশাররফ হোসেন ভূঁইয়ার পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
জার্মান প্রেসিডেন্টের কাছে মোশাররফ হোসেন ভূঁইয়ার পরিচয়পত্র পেশ

ঢাকা: জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বার্লিন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বুধবার (১১ নভেম্বর) বার্লিন মিশনের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের দপ্তরে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।

গত ১৭ আগস্ট জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মোশাররফ হোসেন ভূঁইয়াকে নিয়োগ দেয় সরকার। তিনি গত ২ অক্টোবর বার্লিন মিশনে যোগ দেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া ২০২০ সালের ৩ জানুয়ারি সিনিয়র সচিব হিসেবে অবসর নেন। অবসর নেওয়ার আগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।