ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়লো ১২ কেজি ওজনের বোয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
পদ্মায় ধরা পড়লো ১২ কেজি ওজনের বোয়াল ১২ কেজি ওজনের বোয়াল হাতে তিন জেলে। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পদ্মানদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে জেলার অন্তরমোড় এলাকায় পদ্মানদীতে জেলে মোহাম্মদ সেখের জালে মাছটি ধরা পড়ে।



সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাদু সরদারের আড়তে মাছটি তোলা হয়। সেখানে প্রতিকেজি এক হাজার আটশ ৫০ টাকা কেজি দরে ২২ হাজার দুইশ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বাংলানিউজকে জানান, ১২ কেজি ওজনের ওই বোয়াল মাছটি তিনি প্রতিকেজি দুই হাজার টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করবেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।