ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাসানচর পরিদর্শনের অনুমতি চেয়েছে আন্তর্জাতিক ৫ সংস্থা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ভাসানচর পরিদর্শনের অনুমতি চেয়েছে আন্তর্জাতিক ৫ সংস্থা

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নির্মিত ভাসানচরের অবকাঠামো পরিদর্শন করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুমতি চেয়েছে বিশ্বের আন্তর্জাতিক  পাঁচটি মানবাধিকার সংস্থা।   

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য তৈরি করা ভাসানচরের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও সার্বিক পরিস্থিতি সরেজমিন ঘুরে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে যৌথভাবে চিঠি দিয়েছে বিশ্বের পাঁচটি মানবাধিকার সংস্থা। তারা এ জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।

যৌথ চিঠিতে চিঠিতে সই করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিফ্যুজিস ইন্টারন্যাশনাল, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ফর্টিফাই রাইটস ও আসিয়ান পার্লামেন্ট ফর হিউম্যান রাইটসের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।