ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাবের মহাপরিচালক করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
র‌্যাবের মহাপরিচালক করোনায় আক্রান্ত

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১১ নভেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

শারীরিকভাবে সুস্থ থাকলেও দ্রুত করোনামুক্ত হতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন র‌্যাবের ডিজি।

এদিন চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র‌্যাবের ডিজির করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, শারীরিকভাবে অসুস্থবোধ করায় নমুনা পরীক্ষা করান র‌্যাবের ডিজি। বুধবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি আরও জানান, শারিরীকভাবে র‌্যাব ডিজি সুস্থ রয়েছেন। দ্রুত সেরে উঠতে বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য র‌্যাবের ডিজি সবারর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।