ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিমের আসনে জয় পেলেন পুত্র তানভীর শাকিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
নাসিমের আসনে জয় পেলেন পুত্র তানভীর শাকিল তানভীর শাকিল জয়

সিরাজগঞ্জ: প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তার পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। নৌকা প্রতীকে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ৪শ’ ৬৮ ভোট।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বেসরকারি ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে নৌকা প্রতীকে তানভীর শাকিল পেয়েছেন ৬৯ হাজার ৭৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩শ’ ৩৪ ভোট। এখানে মোট ভোটের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৮৩। অপরদিকে কাজিপুর পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১শ’ ১৩টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭৯ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১৩৪ ভোট।  

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ আসনের ১৭১টি কেন্দ্রের একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে আসনটিতে নির্বাচন সম্পন্ন হয়েছে।  

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।