ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে ডাক টিকেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে  ডাক টিকেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’-এ জাতীয় সংসদে অনুষ্ঠিত বিশেষ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়।

এসময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ডাক অধিদপ্তরের পরিচালক মো. আলতাফুর রহমান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসকে/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।