ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
বাগেরহাটে সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাগেরহাট: বাগেরহাটে সাংবাদিকদের নিয়ে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু অডিটরিয়ামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও প্লাটফর্ম ফর ডায়লগের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়।

 

মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্তি সচিব ড. শাহনাজ আরেফিন অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  

প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে আরও যুক্ত ছিলেন, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্তি সচিব ড. গোলাম ফারুখ, যুগ্ম-সচিব আয়েশা আক্তার, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিৎ দেবনাথ, আর্মেনিয়া থেকে যুক্ত হন প্লাটফর্ম ফর ডায়লগ (পিফরডি)’র দল নেতা আর্সেন স্টেফেনিয়ান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মুনজুরুল আলম প্রমুখ।  

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।