ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চীনে উইগুরদের ওপর নির্যাতনের প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
চীনে উইগুরদের ওপর নির্যাতনের প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: চীনের জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।  

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে ‘উইঘুর মুসলিম সমর্থক অধিকার সংরক্ষণ পরিষদ’ এ কর্মসূচি পালন করে।

 

এতে সংগঠনের আহ্বায়ক শরীফ আহমেদ সিজারের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী ঐক্য জোটের যুগ্ম সম্পাদক মুফতি এনামুল হাসান, নেতা ক্বারী আনিস, উইঘুর মুসলিম সমর্থক অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাস্টার প্রমুখ।  

বক্তারা চীনের উইগুর মুসলিমদের ধর্ম পালনে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া চীনের হাতে বন্দি উইগুরদের মুক্তির দাবি জানিয়ে তারা মসজিদ ভাঙা বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানান।  

পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।   

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ