ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিনামূল্যে আলুর বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
জয়পুরহাটে বিনামূল্যে আলুর বীজ বিতরণ বীজ বিতরণ। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আলুর বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা কৃষক লীগ এ বীজ বিতরণ করেন।

 

কালাই উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মনিশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ও আক্কেলপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে প্রতিজন কৃষককে ১০ কেজি করে বিনা মূল্যে আলুর বীজ বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ