ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

তাড়াশে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
তাড়াশে  শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সিরাজগঞ্জের তাড়াশে পাকিস্তানি হানাদার বাহিনীর দেওয়া আগুনে পুড়ে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।  

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমবাড়িয়ায় গণকবরে মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় সাংবাদিক হাদিউল হৃদয়ের নেতৃত্বে আমবাড়িয়া গ্রামবাসী এসব অনুষ্ঠানের আয়োজন করেন।  

এতে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

রাত ৭টা ১ মিনিটে একযোগে শতাধিক মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

এরপর সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন- মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, যুবলীগ নেতা জিয়াউর রহমান, শহিদ মেহের মণ্ডলের ছেলে মনজিল হক, শহিদ কিসমত আলীর ছেলে আবু শামা, শহিদ মজিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, শহীদ মোক্তরের নাতি নয়ন উদ্দিন, শহীদ আমিনের নাতি সোহেল রানা প্রমুখ।  

১৯৭১ সালের ১১ নভেম্বর তাড়াশের নওগাঁ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। এ পরাজয়ের প্রতিশোধ নিতে ১৩ নভেম্বর আমবাড়িয়া গ্রামে আগুন জ্বালিয়ে দেয় পাকিস্তানি হানাদাররা। একপর্যায়ে গ্রামের নিরীহ ১৩ জনকে ধরে এনে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। পরে তাদের একসঙ্গে গণকবর দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ