ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিবহন শ্রমিকনেতা আনছার আলী মারা গেছেন

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
পরিবহন শ্রমিকনেতা আনছার আলী মারা গেছেন

সিরাজগঞ্জ: রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী (৬৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনছার আলী প্রায় এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। পরে করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। এ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

আনছার আলী দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ তথা উত্তরাঞ্চলের পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সাতবার সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচত হয়ে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ