ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
বাগেরহাটে মৌমাছির কামড়ে মাছ চাষির মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে মৌমাছির কামড়ে মহিদ হাজী (৪২) নামে এক মাছ চাষির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের বাংলা বাজার স্টিল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

মহিদ হাজী বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।

মহিদের প্রতিবেশী আলী বাংলানিউজকে বলেন, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বাগেরহাট যাচ্ছিলেন মহিদ হাজী। বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাংলা বাজার স্টিল ব্রিজের উপর এলে একঝাঁক মৌমাছি মহিদের ওপর আক্রমণ করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মিরাজুল করিম বাংলানিউজকে বলেন, মহিদ হাজী নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন মৌমাছির কামড়ের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির হুলও ছিল। পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তার আগে থেকেই হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট ছিল।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ