ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে হেলে পড়া সেই ৬ তলা ভবন অপসারণের আবেদন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
সাভারে হেলে পড়া সেই ৬ তলা ভবন অপসারণের আবেদন হেলে যাওয়া সেই ভবন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে হেলে পড়া সেই ৬ তলা ভবনটি অপসারণের আবদেন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছেন ভবন মালিক।  

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনী।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা বরাবর এ আবেদন করেন ভবনটির মালিক মৃত তাজুল ইসামের স্ত্রী মাজেদা আক্তার।

আবেদনের একটি কপি উপজেলা থেকে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনীর কাছে পাঠানো হয়।

এ বিষয়ে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনী বাংলানিউজকে বলেন, গতকাল ভবনটির মালিকপক্ষ থেকে একটি চিঠি এসেছে। যেখানে ভবনটি অপসারণের জন্য আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ