ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
নওগাঁয় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ৭৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

নওগাঁ: নওগাঁয় ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের টাইমস স্কয়ার কনফেকশনারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ছলিম।

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে এ সংবর্দনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, চেম্বারের পরিচালক ও জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীসহ অভিভাবক এবং শিক্ষার্থীরা।

পরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া তিন শিক্ষার্থীকে ল্যাপটপ ও অভিভাবকদের উপহার সামগ্রী দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ