ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে আরও ছয়টি দাবি উত্থাপন করা হয়েছে শিক্ষক সমিতির পক্ষ থেকে। যার মধ্যে রয়েছে- কোড নম্বরবিহীন মাদ্রাসাগুলোকে কোডের আওতায় আনা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনক অন্তর্ভূক্তকরণ, প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা, মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন মহাসচিব কাজী মোখলেসুর রহমান, ওলামা লীগের সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, এ বি এম আব্দুল কুদ্দুস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ