ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
মেয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বাবা

ঢাকা: ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। যার পেছনে রয়েছে আমার সাবেক স্ত্রী ও মেয়ের মা।

আর এ হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিয়েছেন। ’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কেরানীগঞ্জের বাসিন্দা খাজা সায়েফ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাজা সায়েফ বলেন, আমার মেয়ে জারিন জাফরিন সানজুমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ তার এ হত্যাকে তার মা ও খালারা আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।

তিনি বলেন, আমার মেয়ের মরদেহের যে ভিডিও দেখা যায়, তাতে তার গলার ডানপাশে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখা যায়। যেখানে তার বাম পাশের গলা ওড়নার গিট অনেকটা ফাঁকা রয়েছে। এছাড়া সাধারণত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাকারীদের জিহ্বা বেরিয়ে আসে ও চোখ দু'টি খোলা থাকে। কিন্তু আমার মেয়ের জিহ্বা তার মুখের ভেতরে স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং চোখ দু'টি বন্ধ অবস্থায় পাওয়া যায়। এতে আত্মহত্যা ঘটার কোনো আলামত বা লক্ষণ নেই।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ