ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল করোনায় আক্রান্ত ফাইল ছবি

ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
 
জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষায় রোববার (১৫ নভেম্বর) তার করোনা ভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়।



মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। এতে রোববার ফল পজিটিভ আসে।

শারীরিক কোনো জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি বাসাতেই আছেন।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ‘করোনা যোদ্ধা’ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছ থেকে স্বীকৃতিও পেয়েছেন। গত জুনে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

‘করোনা যোদ্ধা’র স্বীকৃতি দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীকে একটি সনদও দিয়েছে মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা সংগঠন আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস।  

এছাড়াও আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২১ এর জন্য ফেলো মনোনীত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ