ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে অনুমোদনহীন ৩ ক্লিনিক সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
নারায়ণগঞ্জে অনুমোদনহীন ৩ ক্লিনিক সিলগালা

নারায়ণগঞ্জ: অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জের তিনটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে শহরের খানপুর এলাকার আশশিফা ডায়গনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, সোহেল জেনারেল হাসপাতাল এবং সম্রাট জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়।

অভিযানে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা করা এবং নানা অভিযোগে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের তালিকা করেছি। সেই তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।