ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবা ব্যবসায়ীর দশ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
বরিশালে ইয়াবা ব্যবসায়ীর দশ বছরের কারাদণ্ড ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে দেলোয়ার নামে এক ইয়াবা বিক্রেতাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত দেলোয়ার বিমান বন্দর থানার গাজীপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বেঞ্চ সহকারী হেদায়েতুনবী জাকির বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আশীষ পাল রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করেন। তার দেখানো মতে কলাগাছের গোড়া থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা মামলার চার্জশিট জমা দেন। আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত ওই রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে পুলিশ পাহারায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।