ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে মাজার স্থাপন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে মাজার স্থাপন!

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ‘কবর’ রয়েছে দাবি করে সেখানে মাজার স্থাপন করেছেন এক তরুণ। কিছু জায়গাজুড়ে কয়েকটি নিশানা টাঙিয়ে নিয়মিত মোমবাতি জ্বালিয়ে অবস্থান করছেন তিনি।

স্থানীয়রা জানান, সেখানে কখনো কোনো কবর ছিল না। প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও ওই তরুণ তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

লাখাই উপজেলা পরিষদের ভেতরেই প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়। পার্শ্ববর্তী কাটিহারা গ্রামের এক তরুণ প্রায় পাঁচ বছর আগে কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে কিছু জায়গাজুড়ে একটি ‘কবর’ আকৃতি তৈরি করেন এবং এর চারপাশে বিভিন্ন রঙের নিশানা টাঙিয়ে রাখেন। তিনি সেখানে নিয়মিত মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা করেন। দপ্তরের কর্মকর্তারা নিষেধ করার পরও এই কাজ করে যাচ্ছেন ওই তরুণ।

উপজেলা প্রাণিম্পদ কার্যালয়ে কর্মরতরা জানিয়েছেন, এখানে কখনো কোনো ব্যক্তির কবর ছিল না। ওই লোক মিথ্যা দাবি নিয়ে সেখানে মাজার স্থাপন করে রেখেছেন। কার্যালয়ের গেট বন্ধ করে রাখলেও দেয়াল টপকে ভেতরে ঢুকে যাচ্ছেন তিনি। তার আচরণে দাপ্তরিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ বলেন, আমি  স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এখানে কারো কবর নেই। অথচ সরকারি দপ্তরের ভেতর ওই তরুণ জোরপূর্বক মাজার স্থাপন করে সমস্যার সৃষ্টি করেছেন। প্রবেশপথ বন্ধ রাখলেও ধারালো অস্ত্র দিয়ে গেটে আঘাত করতে থাকেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, কিছুদিন আগে উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেছি। এখনো তার নাম-পরিচয় পাইনি। আমরা তাকে পুলিশে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।