ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাস্ক পরা নিশ্চিত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
মাস্ক পরা নিশ্চিত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মাস্ক পরা নিশ্চিত করতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

ঢাকা: জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথমদিনের মতো এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়্যার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় পথচারী, ফুটপাত ও কারওয়ান বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক এবং যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরার ব্যাপারে সচেতন করা হয়। একইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মধ্যে আনুমানিক ৬০টি মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ প্রয়োগ করে সাতটি পৃথক মামলায় মোট এক হাজার দুশ’ টাকা জরিমানা করা হয়।

মাস্ক পরিবহন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএনসিসি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসএইচএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।