ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কৌশলে ডেকে নিয়ে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালঙ্কারসহ মোবাইল ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
কৌশলে ডেকে নিয়ে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালঙ্কারসহ মোবাইল ছিনতাই কৌশলে ডেকে নিয়ে ছিনতাই। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৌশলে ডেকে নিয়ে রুমা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে স্বর্ণের হার, কানের দুল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে একটি ছিনতাই চক্র।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে।

ওই নারী উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সৌদি আরব প্রবাসী ইউসুফ মোল্লার স্ত্রী।

ছিনতাইয়ের শিকার ওই নারী জানান, মিষ্টি কেনার জন্য একটি দোকানে যাচ্ছিলেন। এসময় পোস্ট অফিসের সামনে পৌঁছালে দুজন অপরিচিত লোক তাকে ডেকে একটি গলিতে নিয়ে হাতে একটি ব্যাগ দিয়ে রাখতে বলেন। এরপর চক্রটি গলায় থাকা স্বর্ণের দেড় ভরি ওজনের হার, কানের দুল ও তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে কৌশলে পালিয়ে যায়।  

এসময় তিনি ছিনতাইকারী বলতে বলতে কান্নায় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফিরলে তিনি জানান, তাদের দেখলে তিনি চিনতে পারবেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী জানান, আমরা ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।