ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকার নির্ধারিত দামে বীজ আলু বিতরণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
সরকার নির্ধারিত দামে বীজ আলু বিতরণের দাবি

ঢাকা: সরকার নির্ধারিত দামে পর্যাপ্ত বীজ আলু ও সার সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতির সহ-সভাপতি নিমাই গাঙ্গুলী। বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শরিফুজ্জামান শরীফ, লাকি আক্তারসহ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতারা।

বক্তারা বলেন, বর্তমানে বাজারে আলুর বীজের সঙ্কট দেখা দিয়েছে। আলু বীজ পাওয়া গেলেও তা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেমি দামে বিক্রি হচ্ছে। সরকার আলুর বীজের দাম ২৭ থেকে ৩০ টাকা নির্ধারণ করে দিলেও বাজারের ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষককে যথাসময়ে সঠিক দামে আলুর বীজ দিতে না পারলে এ বছর আলুর কেজি ৮০ টাকায় খেতে হবে।

সমাবেশ থেকে কৃষক সমিতি বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপমেন্ট করপোরেশনকে (বিএডিসি) সক্রিয় করে সারাদেশে কৃষকদের সরকারি দামে পর্যাপ্ত আলুর বীজ এবং সার সরবরাহের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে কৃষক সমিতির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।