বরিশাল: বরিশাল জেলার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিপু আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত নিপুর আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি মুলাদী উপজেলার কাচিরচর এলাকার শামীম হাওলাদারের স্ত্রী।
মৃতের স্বজনরা জানান, বুধবার (২৫ নভেম্বর) সকালে বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন নিপু। হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পরে যায় সে (নিপু)। তাৎক্ষণিক তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাটির ওপর জিআই তার থাকায় মৃতের গলার পিছনে একটি দাগ হয়েছে বলে জানান স্বজনরা।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মৃতের গলার পেছনে দাগ থাকায় হাসপাতাল থেকে থানা পুলিশকে খবর দিলে বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের পরিবার কোনো অভিযোগ করেননি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এমএস/এফএম