বরিশাল: বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে স্বাস্থ্য আচরণবিধি অনুসরণ করে ‘তারুণ্যের ঐকতান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরের অশ্বিনী কুমার হলে বরিশাল জেলার ২৫টি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত ‘এলায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট’র (এওয়াইডি) আয়োজনে ও ইউনিসেফের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এওয়াইডি বরিশালের সমন্বয়ক মো. মনিরুল ইসলাম সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূরে আলম আকতার, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সনাকের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, ইউনিসেফ বরিশালের সঞ্জিব কুমার দাস, রানের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি করোনার (কোভিড-১৯) ২য় ঢেউ মোকাবেলায় ব্যাপক সচেতনতা সৃষ্টি ও এসডিজি’র অভীষ্ট অর্জনে যুবদের সম্পৃক্তকরণমূলক বর্ণাঢ্য সাইকেল র্যালিসহ ৬টি কম্পোনেন্টে চিত্রাংকন প্রদর্শনীর উদ্ধোধন করেন।
পরে অতিথিরা চিত্রাংকন প্রদর্শনীর গ্যালারিসমূহ পরিদর্শন করেন এবং কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও যুব উন্নয়ন বিষয়ক ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এমএস/এইচএমএস