ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৩ সদস্য আটক

সাভার করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৩ সদস্য আটক প্রতীকী

সাভার (ঢাকা): ঢাকার সাভার ও ধানমন্ডি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলাম’র সক্রিয় তিন সদস্যকে আটক করেছের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৪ এর সদস্যরা।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী।

 

আটক তিনজন হলেন- গোপালগঞ্জ জেলার নাহিদ (২৭), ঝালকাঠির জেলার সালাম (২৫) ও তুষার আহমেদ তুহিন (১৯)।  

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর গ্রেফতার আনসার আল-ইসলামের সদস্যের তথ্যের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান চালিয়ে সাভার ও ধানমন্ডি এলাকা থেকে ওই তিন জঙ্গি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট, ব্যাগসহ মোবাইল জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪ এর এএসপি মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জঙ্গি সংগঠনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত রয়েছেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।