ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
মিরসরাইয়ে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

ফেনী: মিরসরাই উপজেলা থেকে নগদ টাকা ও মোবাইলসহ ছিনতাইকারী চক্রের পাঁচজন সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনগত রাতে জোরারগঞ্জ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন- জোরারগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসী মো. হুমায়ুন রশিদ মামুন (২৪), মুকেশ চন্দ্র দাস (২২), আসিফ হায়দার জিসান (২৩), সাজ্জাদ হোসেন সাব্বির (১৯) ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, বৃহস্পতিবার রাত ৮টায় জোরারগঞ্জ বাজারে এক বিকাশ ব্যবসায়ীকে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ৫টি মোবাইল, নগদ ১২ হাজার ৯০০ টাকা নিয়ে যায়।

এ ঘটনা জোরারগঞ্জ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকা, মোবাইলসহ ছিনতাইয়ের জড়িত থাকা মুকেশ চন্দ্র দাস, আসিফ হায়দার জিসান, সাজ্জাদ হোসেন সাব্বির, মোহাম্মদ রিয়াজ উদ্দিন আটক করা হয়। এসময় জোরারগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা মো. হুমায়ুন রশিদ মামুনকেও একই স্থান থেকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছে বেশকিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।