ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়েছে। এবারের এজিএমে গঠণতন্ত্র সংশোধনীসহ বেশ কিছু নতুন প্রস্তাব আনা হচ্ছে।
আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের বিরতি ছাড়া পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ডিআরইউ’র নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এজিএম শুরু হয়। সভার শুরুতে ২০২০ সালে প্রয়াত ডিআরইউ’র সদস্যদের মুত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২০২১ ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থসম্পাদকসহ মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী বিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, জনকল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ইএআর/এইচএমএস