ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি জেলা প্রশাসনের বিনামূল্যে মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
খাগড়াছড়ি জেলা প্রশাসনের বিনামূল্যে মাস্ক বিতরণ খাগড়াছড়ি জেলা প্রশাসনের বিনামূল্যে মাস্ক বিতরণ

খাগড়াছড়ি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় খাগড়াছড়ি জেলা প্রশাসন ১০ হাজার মাস্ক বিতরণ করছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক ব্যক্তির মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জনগণকে মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে। ’

জেলা প্রশাসন নিজস্ব ফান্ড থেকে জেলায় ১০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে । এসব মাস্ক প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে বিতরণ করা হয়।

এসময় জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।