ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাস্ক না পরায় কাপ্তাইয়ে ১৫ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
মাস্ক না পরায় কাপ্তাইয়ে ১৫ জনের জরিমানা মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

রাঙামাটি: করোনার সংক্রমণ রোধে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান বাংলানিউজকে জানান, করোনার বিস্তার রোধে ও জনসচেতনার লক্ষ্যে উপজেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়  মাস্ক না পরার কারণে ১৫ জনের বিরুদ্ধে ১৫ মামলায় ১৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে কাপ্তাই থানার পুলিশ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।