ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ মুক্ত দিবসে ডলুরা শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
সুনামগঞ্জ মুক্ত দিবসে ডলুরা শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ সুনামগঞ্জ মুক্ত দিবসে ডলুরা শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস। রোববার (০৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ডলুরা শহীদ সমাধিতে জেলা প্রশাসন, সুনামগঞ্জের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।  

পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান, উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জনাব জহিরুল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোকছুদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীকে হটিয়ে মুক্ত হয় সুনামগঞ্জ শহর। হাওরের নৌপথ ও সড়কপথে সিলেটের দিকে পালিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। এ, বি, সি ও ডি কোম্পানির মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি অভিযানে শহর শত্রুমুক্ত হওয়ায় স্বাধীনতার আকাঙ্ক্ষায় দিন অতিবাহিত করা জনতা রাস্তায় নেমে এসে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান।  

জয় বাংলা স্লোগানে তখন মুখর হয়ে ওঠে শহর। মুক্তিযোদ্ধাদের ত্রিমুখি আক্রমণের খবর পেয়ে পাকিস্তানী হানাদার বাহিনী দক্ষিণের সড়ক ও হাওর পথে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।