ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সাড়ে ৫২ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বান্দরবানে সাড়ে ৫২ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন বান্দরবানে সাড়ে ৫২ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

বান্দরবান: পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া, এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে কাজ শুরু করেছে বর্তমান সরকার। ওই কাজের ক্ষেত্রে কোনোভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না।

রোববার (৬ ডিসেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় সাড়ে ৫২ কোটি টাকার নয়টি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় মন্ত্রী একথা বলেন।  

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

পরে বাইশারী ইউনিয়নের মাঠে এক আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইসলাম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।