ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চ থেকে মদ-বিয়ার উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
লঞ্চ থেকে মদ-বিয়ার উদ্ধার

বরিশাল: বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে দেশীয় ১০ লিটার মদ ও ৪৭ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে লাহারহাট ফেরিঘাটের বিপরীত পাশ থেকে বরিশাল-বাহেরচর রুটে চলন্ত যাত্রীবাহী এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চ থেকে এ মাদক উদ্ধার করা হয়। দুপুরে বরিশাল নগরের রসুলপুর এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাট থেকে বাউফলের বাহেরচরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চটি। গোপন সংবাদের ভিত্তিতে পথিমধ্যে লাহারহাট ফেরিঘাট সংলগ্ন নদীতে চলন্ত অবস্থায় লঞ্চে অভিযান চালানো হয়। অভিযানে একটি ব্যাগ থেকে কাগজে পেচানো অবস্থায় ৫ লিটারের দু'টি খালি তেলের বোতলে ১০ লিটার দেশীয় মদ ও ৪৭ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।