ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৫ জয়িতাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
গোপালগঞ্জে ৫ জয়িতাকে সংবর্ধনা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নিহার আদনান তাইয়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা আজমেরী হোসেন, ব্রাকের সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফারুক, নারী নেত্রী নাসিমা খানম, জয়িতা পুষ্প বিশ্বাস, শুকলা মন্ডল, লাইলী বেগম বক্তব্য দেন।  

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতারা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রুবিয়া আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী পুষ্প মণ্ডল, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নাসিমা আক্তার রুবেল, সফল জননী নার্গিস বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে লাইলী বেগম।

পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এছাড়া জেলার ৫ উপজেলায় ৫ জন করে মোট ২৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।